ঢাকা: বিপিএল শুরুর আগেই ইনজুরিতে পড়েন সিলেট সুপারস্টারসের দুই ক্রিকেটার রুবেল হোসেন ও আব্দুর রাজ্জাক। দুই গুরুত্বপূর্ণ বোলার ইনজুরিতে থাকায় বিপিএলের প্রথম ম্যাচগুলোতে সেরা কম্বিনেশন পায়নি দলটি।
তবে সিলেটের জন্য সুসংবাদ হলো বিশ্বকাপ কাপাঁনো পেসার রুবেল হোসেন এখন অনেকটাই ফিট। দলটির মিডিয়া ম্যানেজার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলনে নামবেন এ ডানহাতি পেসার। অনুশীলনে ইতিবাচক মনে হলে সোমবারের (৩০ নভেম্বর) ম্যাচে (সিলেট-কুমিল্লা) মাঠে দেখা যাবে তাকে।
ফিট হয়ে উঠছেন আব্দুর রাজ্জাকও। আগামী বুধবারের ম্যাচে (সিলেট-চিটাগং) দলে দেখা যেতে পারে তাকে। বিপিএল শুরুর দুইদিন আগে মিরপুর একাডেমি মাঠে ক্যাচ নিতে গিয়ে চোট পান বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।
দুই বোলার ফিট হয়ে ওঠায় পরের ম্যাচগুলোতে সেরা কম্বিনেশন নিয়েই মাঠে নামতে পারবেন মুশফিক-মুমিনুলরা। এছাড়া টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি শহীদ আফ্রিদি ০১ ডিসেম্বর যোগ দিতে পারেন দলটিতে। ‘বুমবুম’ খ্যাত পাকিস্তানি এ অলরাউন্ডার দুবাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে মুশফিকদের দলে যোগ দেওয়ার কথা। তাইতো চট্টগ্রাম পর্বে নিজেদের দুটি ম্যাচেই জয় সঙ্গী করে ঢাকায় ফিরতে চান সিলেট সুপারস্টারসের টিম ম্যানেজমেন্ট।
চট্টগ্রাম পর্ব থেকে দলটি ঘুরে দাঁড়াবে এমন আশাবাদ মুশফিকেরও, ‘আমরা চেষ্টা করছি ঘুরে দাঁড়াতে। আশা করছি, ভাগ্যকে পাশে পাবো। পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে পারবো। ’
শুরুর ম্যাচগুলোতে ভাগ্যকে পাশে পাননি মুশফিকরা। প্রথম তিনটি ম্যাচই ছিল ‘এক্সট্রিম ক্লোজ’। শেষ মুহূর্তে ভুলের খেসারত দিতে হয়েছে তাদের। এক্ষেত্রে অনেকটা দুর্ভাগ্যও সঙ্গী হয়েছে সিলেট সুপারস্টারসের। প্রথম দুটি ম্যাচ তারা হেরেছে ১ রানের ব্যবধানে। প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ১ রানে হার মানে তারা। দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের কাছেও একই ব্যবধানে হার। রংপুরের কাছে তৃতীয় ম্যাচটিতে পরাজয় ৬ রানে।
সোমবার (৩০ নভেম্বর) থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় পর্বের খেলা। এদিন সন্ধ্যায় দ্বিতীয় লেগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সিলেট। ০২ ডিসেম্বর চিটাগং ভাইকিংসের বিপক্ষে লড়বে মুশফিকবাহিনী। সেমিফাইনালের রেসে টিকে থাকতে হলে চট্টগ্রামে তাদের ভালো কিছু নিয়েই ঢাকায় ফিরতে হবে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসকে/এমআর