ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হেলমেটের প্রয়োজনীয়তায় রজার্সের আহবান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
হেলমেটের প্রয়োজনীয়তায় রজার্সের আহবান ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিকেট বলের দ্বারা মারাত্মক ইনজুরি ঠেকাতে অস্ট্রেলিয়ার সদ্য বিদায়ী টেস্ট ব্যাটসম্যান ক্রিস রজার্স আরো মজবুত হেলমেট ব্যবহারের আহবান জানিয়েছেন। তার মতে হেলমেটের পেছনের নিচে যে নতুন অংশ সংযোজন (নেকগার্ড) করা হয়েছে তা যেন ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক করা হয়।



সেই সঙ্গে হেলমেটের ভেতর রাবারের মোটা অংশটিও (স্টিমগার্ড) রাখার অনুরোধ করেছেন রজার্স।

এর আগে ইংলিশ ব্যাটম্যানদের হেলমেট পড়া বাধ্যতামূলক করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বোর্ডটির প্রধান মেডিকেল অফিসার নিক পিরসে জানান, বোর্ডের আলোচনা মোতাবেক তারা সিদ্ধান্ত নিয়েছেন গুরুতর ইনজুরি থেকে বাঁচার জন্য হেলমেট অবশ্যই পড়তে হবে।

পিরসে আরো জানান, হেলমেট অবশ্যই বৃটিশদের তৈরি করা নতুন মান অনুযায়ী হতে হবে।

নতুন এই নিয়মটি করা হলো, যখন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিলিপ হিউজের মৃত্যুর এক বছর পার হয়েছে। ২০১৪ সালে নভেম্বরের শেষ দিকে ঘরোয়া লিগে ব্যাটিং করার সময় বলের আঘাতে মৃত্যু হয় হিউজের।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।