ঢাকা: অবশেষে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটের বোলিংয়ে নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। রোববার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস বাংলানিউজকে জানান, ‘নিয়ম অনুযায়ী বিপিএলে আর খেলতে পারবেন না নারাইন। ’ উল্লেখ্য, কুমিল্লার হয়ে চার ম্যাচে ৫.৮০ ইকোনমি রেটে চারটি উইকেট লাভ করেন নারাইন। বোলিং গড় ২২.৫০।
পাল্লেকেলেতে গত ৭ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলাকালীন নারাইনের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। এর ১০ দিন পর আইসিসি অনুমোদিত ইংল্যান্ডের লোগবোরো ইউনাভার্সিটির পরীক্ষা কেন্দ্রে নারাইনের বোলিং পরীক্ষা করানো হয়।
চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, নারাইনের সব ধরনের ডেলিভারিই অবৈধ হিসেবে বিবেচিত হয়েছে। বোলিং করার সময় তার হাতের কনুই নির্ধারিত ১৫ ডিগ্রি অতিক্রম করে। অবশ্য, আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেও ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের অধীনে ঘরোয়া ক্রিকেটে নারাইনের খেলার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, আইসিসির ২.৪ ধারা অনুযায়ী বোলিং অ্যাকশন পুনর্মূল্যায়ানের আবেদন করতে পারবেন নারাইন।
উল্লেখ্য, বোলিং অ্যাকশন শুধরে আইসিসির ছাড়পত্র না পেলে নারাইনকে ছাড়াই স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ও. ইন্ডিজ। ডিসেম্বর-জানুয়ারিতে অজিদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। এরপর ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০১৬ সালের ১১ মার্চ শুরু) মিশনে নামবে ক্যারিবীয়রা। তবে কী বিশ্বকাপেও অনিশ্চিত হয়ে গেলেন সুনীল নারাইন!
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আরএম