ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রানে ফিরলেন লিটন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
রানে ফিরলেন লিটন ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লম্বা সময় ধরে ব্যাটে রান পাচ্ছিলেন না লিটন দাস। জাতীয় দল ও ‘এ’ দলের হয়ে ফর্মহীনতার পর বিপিএলের শুরুতেও রান খরায় ভোগেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ওপেনার।

এজন্য বিপিএলের দু’টি ম্যাচে একাদশেই রাখা হয়নি এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে।
 
ঘরোয়া টুর্নামেন্টে দলের একাদশে সুযোগ না মেলায় যেন জেদই চাপে সম্ভাবনাময় এ ক্রিকেটারের মাথায়! বিপিএলে ঢাকা পর্বে ব্যাটিংয়ে নেমে যাকে রীতিমতো সংগ্রাম করতে দেখা গেছে, সেই লিটনই চট্টগ্রামের উইকেটে করলেন অনিন্দ্য সুন্দর ব্যাটিং।   
 
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাতের ম্যাচে সিলেট সুপার স্টারসের বোলারদের উপর চড়াও হন ডানহাতি এ ব্যাটসম্যান। ৬টি চার ও একটি ছক্কায় মাত্র ২৪ বলে খেলেন ৪২ রানের ঝলমলে ইনিংস। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষ দল কুমিল্লাও এ ম্যাচে পেয়েছে ভালো সূচণা।

পাওয়ার প্লে’র শেষ হওয়ার পরের ওভারে রভি বোপারার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন লিটন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।