ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এমসিএল আসরের লিবরা লিজেন্ডসে গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
এমসিএল আসরের লিবরা লিজেন্ডসে গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি / ছবি: সংগৃহীত

ঢাকা: অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘মাস্টার্স চ্যাম্পিয়নস লিগ’ (এমসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন সৌরভ গাঙ্গুলি। ২০১৬ সালের জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে আসরটি সম্পন্ন হবে।



ভারতের সাবেক কিংবদন্তি এ ব্যাটসম্যান লিবরা লিজেন্ডস ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন। আসরের ছয়টি দলের মধ্যে সোমবার মুম্বাইতে প্রথম দল হিসেবে নিজেদের পরিচিত জানালো লিবরা লিজেন্ডস।

আমিরাতে টুর্নামেন্টটি শুরু হবে ২৮ জানুয়ারি। আর ফেব্রুয়ারির ১৪ তারিখে পর্দা নামবে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের এ আসর। আসরে ব্রায়ান লারা, অ্যাডাম গিলক্রিস্ট, ওয়াসিম আকরাম, ভিরেন্দ্র শেওয়াগ, কুমার সাঙ্গাকারা, শোয়েব আখতার, ব্রেট লি, মাহেলা জয়াবর্ধনে ও জ্যাক ক্যালিসের মতো সাবেক তারকারা খেলবেন।

লিবরা লিজেন্ডসের দলটি কিনেছেন পুজা ঝুনঝুনওয়ালা, লালিত কিরি ও হানওয়ান্ত খাতরি। এ আসরে প্রথম দল হিসেবে উন্মোচন হলো লিবরার নাম।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।