ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সর্বনিম্ন স্কোর দেখলো বিপিএল

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
সর্বনিম্ন স্কোর দেখলো বিপিএল ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বিপিএলে সবচেয় কম স্কোরের ম্যাচটি অনুষ্ঠিত হলো বরিশাল বুলস ও সিলেট সুপার স্টারসের মধ্যকার ম্যাচটিতে। এর আগে বিপিএলের দ্বিতীয় আসরে চিটাগং কিংসের বিপক্ষে ৬৭ রানে খুলনা রয়্যাল বেঙ্গলস ও একই প্রতিপক্ষের বিপক্ষে একই আসরে ৭৪ রানে অল আউট হয়েছিল সিলেট রয়্যালস।



তারা অবশ্য এত অল্প রানে অলআউট হয়েছিল দ্বিতীয় ইনিংসে অর্থাৎ লক্ষ্য টপকাতে গিয়ে। এবার বিপিএলের তৃতীয় আসরে এসে সিলেট সুপার স্টারসের কাছে প্রথম ইনিংসেই মাত্র ৫৮ রানের সর্বনিম্ন স্কোরে গুটিয়ে গেল বরিশাল বুলস।

রোববার (৬ ডিসেম্বর) বিপিএলের ২১তম ম্যাচে এসে ব্যাটিং বিপর্যয় দেখলো ক্রিকেটপ্রেমীরা।

এদিন সিলেটের কাছে টস হেরে ব্যাটিংয়ে নেমে চার ওভার বাকি থাকতেই ৫৮ রানে অলআউট হয় মাহমুদউল্লাহ রিয়াদের বরিশাল বুলস। এর আগে বরিশালের হয়ে খেলতে ঢাকা আসার আগে ক্রিস গেইল বলছিলেন, ঢাকায় এসেই শতক হাঁকাবেন।   কিন্তু সিলেট সুপার স্টারস বোলারদের বোলিং তোপে নিজের থলিতে মাত্র ৮ রান পুরেই ফিরেছেন প্যাভিলিয়নে।

মজার ব্যাপার হলো, সিলেট সুপার স্টারসদের বোলিং নৈপুণ্যে এদিন সর্বোচ্চ ১৬ রানের ইনিংস খেলেছেন বরিশাল বুলসের টেল-এন্ডার মোহাম্মাদ সামি। ওপেনার এভিন লুইস ১২ আর দলটির অধিনায়ক মাহমুদুল্লাহ খেলেছেন মাত্র ২ রানের ইনিংস।

বাংলাদশ সময়: ১৬০৫ ঘণ্টা, ৬ ডিসেম্বর, ২১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।