ঢাকা: পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানীর দল সিলেট সুপার স্টারস চমক দেখালো বিপিএলের ২১তম ম্যাচে। হারের বৃত্ত থেকে বের হলো দাপুটে এক জয়ে।
এর ফলে শেষ চারে ওঠার লড়াইয়ে টিকে থাকলো দলটি। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে সরিয়ে এ ম্যাচে অধিনায়কত্ব দেওয়া হয় পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে। নেতৃত্ব বদলে যেন বদলে গেল দলের চেহারাও। টুনামেন্টের নিষ্প্রভ দলটিই বোলিং পারফরম্যান্সে অবাক করে দিল বরিশাল বুলসকে।
ওভারকাস্ট (মেঘাচ্ছন্ন) কন্ডিশনে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই বুদ্ধিমত্তার পরিচয় দেন আফ্রিদি। বোপারা, রুবেল, শহীদদের পাশাপাশি বল হাতে নিজেও তোলেন দু’টি উইকেট। চার ওভার রান দেন মাত্র ৫। সামনে থেকে নেতৃত্ব দেন দলকে।
বিপিএলে সিলেট সুপার স্টারসের হয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ‘বুমবুম’ আফ্রিদি। ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলেও অবশ্য সে ম্যাচে দলকে জেতাতে পারেননি এ অলরাউন্ডার। এবার অধিনায়কত্ব পেয়েই দলকে উপহার দিলেন দারুণ এক জয়। সিলেটের দ্বিতীয় জয়ে শেষ চারে ওঠার সমীকরণ যেন আরেকটু কঠিন হলো অন্য দলগুলোর জন্য।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসকে/আরএম