ঢাকা: বিপিএলের তৃতীয় আসরে প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সোমবার (০৭ ডিসেম্বর) বরিশাল বুলসকে সাত উইকেটে হারিয়ে লিগ পর্বের দুই ম্যাচ আগেই শেষ চার নিশ্চিত করে মাশরাফি বিন মর্তুজার দল।
টুর্নামেন্টের ছয় দলের মধ্যে চারটি দল উঠবে শেষ চারে। সেদিক থেকে টেবিলের তলানীর দল চিটাগং ভাইকিংস ও সিলেট সুপারস্টারস যদি পরের সবগুলো ম্যাচও জিতে নেয় তবুও কুমিল্লাকে টপকানো সম্ভব হবে না। আট ম্যাচে দুই জয়ে চিটাগংয়ের সংগ্রহ ৪ পয়েন্ট। অন্যদিকে সাত ম্যাচে দু্ই জয়ে সিলেটের ৪ পয়েন্ট। কুমিল্লা শেষ দুটি ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলে টপকানো সম্ভব হবে না এ দুটি দলের।
শেষ চারে ওঠা নিশ্চিত হলেও এটুকুতেই সন্তুষ্ট থাকার কথা নয় মাশরাফিবাহিনীর। লিগ পর্ব শেষে যে দুটি দল সর্বোচ্চ পয়েন্ট অর্জন করবে তারাই এলিমেনিটর রাউন্ডে সর্বোচ্চ সুবিধা পাবে। পয়েন্ট টেবিলের সেরা দুটি দল খেলবে প্রথম এলিমেনিটর ম্যাচ। সে ম্যাচে যারা জিতবে তারা সরাসরি ফাইনালে উঠে যাবে।
যারা হারবে তারা খেলবে তৃতীয় ও চতুর্থ (পয়েন্ট টেবিল অনুযায়ী) দলের মধ্যকার ম্যাচের জয়ী দলের সঙ্গে। সে ম্যাচের জয়ী দল উঠে যাবে ফাইনালে। ফলে পয়েন্ট টেবিলের সেরা দুটি দলের ফাইনাল খেলার সম্ভবনাই বেশি থাকবে। এ সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না কুমিল্লা! নি:সন্দেহে শেষ দুটি ম্যাচে জয়েই দৃষ্টি রাখবে তারা।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ০৭ ডিসেম্বর ২০১৫
এসকে/এমআর
** বরিশালকে হারিয়ে শীর্ষে কুমিল্লা
** কুমিল্লার টার্গেট ১০৬ রান
** এখনও দর্শকখরা!