ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিপিএল মাতাতে এলেন আন্দ্রে রাসেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
বিপিএল মাতাতে এলেন আন্দ্রে রাসেল ছবি : সংগৃহীত

ঢাকা: বিপিএল মাতাতে ঢাকায় এসেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন ক্যারিবিয়ান তারকা।

দলটির মিডিয়া ম্যানেজার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবেন তিনি। এরপর সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ১০ ডিসেম্বরের ম্যাচও খেলবেন। এলিমিনিটর রাউন্ড খেলে বাংলাদেশ ছাড়বেন এ ক্যারিবীয় ক্রিকেটার। তিনটি ম্যাচের জন্যই চুক্তিবদ্ধ হয়েছেন রাসেল।  

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো কদর আছে আন্দ্রে রাসেলের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। বিপিএলে খেলারও অভিজ্ঞতা রয়েছে তার। সিলেট রয়্যালসের হয়ে তিনি বিপিএলের প্রথম আসরে খেলেছিলেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।