ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এমসিএল টুর্নামেন্ট

সবচেয়ে দামি ক্রিকেটার জ্যাক ক্যালিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
সবচেয়ে দামি ক্রিকেটার জ্যাক ক্যালিস ছবি: সংগৃহীত

ঢাকা: হয়ে গেল অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট ‘মাস্টার্স চ্যাম্পিয়নস লিগ’ (এমসিএল) এর বহুল প্রতিক্ষিত নিলাম পর্ব। সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত এ নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে লিবরা লিজেন্ডসে নাম লেখান দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস।

প্রোটিয়া সাবেক এ তারকাকে ১ লক্ষ ৭৫ হাজার মার্কিন ডলারের বিনিময়ে দলে ভেড়ায় লিবরা।

ক্যালিসের পর দ্বিতীয় সেরা দামি ক্রিকেটার হিসেবে সাগিতারিয়াস সোলজারে নাম লেখান অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। বাঁহাতি এ ব্যাটসম্যানের জন্য শেষ পর্যন্ত ১ লক্ষ ৭০ হাজার মার্কিন ডলার নিলাম ডাকা হয়।

ক্যালিস ও গিলক্রিস্টের সঙ্গে আইকন ক্রিকেটার হিসেবে নিলামে আরও ছিলেন মুত্তিয়া মুরালিধরন, ব্রায়ান লারা, পল কলিংউড ও ব্রেট লি। আইকন ক্রিকেটারদের নিলামের বেজ প্রাইজ ছিল ১ লক্ষ মার্কিন ডলার।

সাবেক ইংলিশ অধিনায়ক কলিংউড ১ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলারের মাধ্যমে ক্যাপ্রিকর্ন কমান্ডারর্সে যোগ দেন। অন্যদিকে শ্রীলঙ্কান সাবেক স্পিনার মুরালিধরন জিমিনি অ্যারাবিয়ানসে ১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলারে জায়গা পান। আর লারা ও ব্রেট লি বেজ প্রাইজ অনুযায়ী লিও লায়ন্স ও ভারগো সুপার কিংসে সুযোগ পান।

এমসিএলের এবারের আসরে ছয়টি দল অংশগ্রহন করছে। আর প্রত্যেকটি দলই আইকন ক্রিকেটার ছাড়া নিজেদের দলে সেরা দুই ক্রিকেটার নিয়েছে। ২০১৬ সালের জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে লিগটি শুরু হবে। আসরটি সাবেক অজি ব্যাটসম্যান ডিন জোন্সের কোম্পানি মেজর ইভেন্টস গ্রুপের দ্বারা পরিচালিত হবে।

ক্যাপ্রিকর্ন কমান্ডারর্স: মাইকেল ভন, আব্দুল রাজ্জাক, পল কলিংউড, অ্যান্ড্রু সাইমন্ডস, চামারা সিলভা, অ্যাশওয়েল প্রিন্স, উপুল চন্দনা, রায়ান ম্যাকলরেন, জিতেন প্যাটেল, রিক্কি ক্লার্ক, ররি ক্লেইনভেল্ডট, বেন লাফলিন, রিজওয়ান চিমা, গ্রাইন্ট জোন্স, সুনীল জোশী, সালিম এলাহী

জিমিনি অ্যারাবিয়ানস: বীরেন্দর শেওয়াগ, কুমার সাঙ্গাকারা, মুত্তিয়া মুরালিধরন, কাইল মিলস, সাকলাইন মুশতাক, জ্যাক রুডলফ, নাভেদ-উল-হাসান, জাস্টিন কেম্প, পল হ্যারিস, ব্র্যাড হজ, রিচার্ড লেভি, আশিষ বাগাই, গ্রাহাম ওনিয়ন্স, শিবনারায়ন চন্দরপল, সাকিব আলী।

লিবরা লিজেন্ডস: সৌরভ গাঙ্গুলী, গ্রায়েম সোয়ান, জ্যাক ক্যালিস, ব্র্যাড হগ, রায়ান টেন ডয়েসকাটে অজয় রাতরা, ক্রিস রিড, শন আরভিন, শন টেইট, রায়ান সাইডবটম, মাইকেল লাম্ব, মার্কাস নর্থ, তৌফিক উমর, নিকি বইয়া, ইয়ান বাটলার।

লিও লায়ন্স: হিথ স্ট্রিক, স্কট স্টাইরিস, ব্রায়ান লারা, হার্শেল গিবস, ব্রেন্ডন টেলর, জেমস ফ্রাঙ্কলিন, জোহান বোথা, রবিন পিটারসন, ফিদেল এডওয়ার্ডস, মোহাম্মদ তৌকির, নেইল কার্টার, হামিশ মার্শাল, কাইল জারভিস, রমেশ পাওয়ার, সাইমন জোনস, ড্যারেন গফ।

সাগিতারিয়াস সোলজার: মাহেলা জয়াবর্ধনে, ড্যানিয়েল ভেট্টোরি, অ্যাডাম গিলক্রিস্ট, শেন বন্ড, খুররম খান, ফিল মাস্টার্ড, টিনো বেস্ট, নাথান হরতিজ, আলভিরো পিটারসেন, মাইকেল ক্যারিবেরি, ক্রিশমার সান্তোকি, জোনাথন ট্রট, ইয়াসির হামিদ, মুশতাক আহমেদ, গেভিন হ্যামিলটন।

ভারগো সুপার কিংস: গ্রায়েম স্মিথ, আজহার মাহমুদ, ব্রেট লি, জন্টি রোডস, নিল ম্যাকেঞ্জি, জন মুনি, ডির্ক ন্যানেস, ওয়াইজ শাহ, জেমস ফস্টার, মুরালি কার্তিক, মালিঙ্গা বান্দারা, গ্যারেথ ব্যাটি, হাসান রাজা, জ্যাকব ওরাম, হুমায়ুন ফারহাত, মোহাম্মদ ইউসুফ।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ০৮ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।