ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএল নিয়ে মিসবাহ-আকমলদের হতাশা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
বিপিএল নিয়ে মিসবাহ-আকমলদের হতাশা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: পাকিস্তানের বেশ কয়েকজন খেলোয়াড় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেয়। এর মধ্যে মিসবাহ উল হক, কামরান আকমল, উমর আকমল, সাঈদ আজমল ও ওয়াহাব রিয়াজ অন্যতম।

তবে পর্যাপ্ত ম্যাচ খেলতে না পারায় সবাই বিপিএল নিয়ে নিজেদের হতাশা ব্যক্ত করেছেন।

রংপুর রাইডার্সের হয়ে শেষ সাত ম্যাচে সাইডলাইনে থাকেন মিসবাহ। মাত্র পাঁচ ম্যাচে মাঠে নামেন পাকিস্তান টেস্ট অধিনায়ক। বরিশাল বুলসের বিপক্ষে রংপুরের কোয়ালিফায়ার ম্যাচের (১৩ ডিসেম্বর) ঠিক আগে পিটিআই’কে (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) দেওয়া সাক্ষাৎকারে নিজের হতাশার চিত্রই তুলে ধরেন মিসবাহ, ‘এ বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না। আমি মনে করি, দলের মালিক ও কোচের চাওয়া অনুযায়ীই সব হয়েছে। কিন্তু, দীর্ঘ সময় ধরে বেঞ্চে বসে থাকাটা খুবই কঠিন। ’

অন্যদিকে, কামরান আকমল পিটিআইকে বলেন, ‘আমি ফ্র্যাঞ্চাইজি (চিটাগং ভাইকিংস) মালিক ও ম্যানেজমেন্টকে পরিষ্কার ভাষায় বলেছিলাম, বিপিএলে আমি ওপেনিংয়ে ব্যাটিং করতে চাই। কিন্তু, দুই ম্যাচ শেষে প্রত্যাশা অনুযায়ী সুযোগ পাইনি। শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই বিপিএলে অংশ নিইনি। ভাল পারফরম্যান্স করে জাতীয় দলের নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করাই আমার অন্যতম লক্ষ্য ছিল। ’

পেসার ওয়াহাবের ভাষ্য, ‘বিপিএলের মাঝ পথে দেশে ফিরে আসাটাই ভালো ছিল। ঢাকায় বসে সময় নষ্ট করার চেয়ে লাহোরে হেঁটে অনুশীলন করাটাই উত্তম। বেশিরভাগ ম্যাচে দলের (রংপুর রাইডার্স) বাইরে থাকাটা সহজ ছিল না। মিসবাহর জন্যও ব্যাপারটি বেশ কঠিন ছিল। তবে তিনি নিজেকে ভালোভাবেই মানিয়ে নেন। ’

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।