ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নেতৃত্বে ধোনি না কোহলি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
নেতৃত্বে ধোনি না কোহলি! ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া। সম্প্রতি নিজেদের মাটিতে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ হারা স্বাগতিক ভারত এবারে কার নেতৃত্বে অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে তা বোঝা যাবে ১৯ ডিসেম্বর।



জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া হাইভোল্টেজ সিরিজতে ভারতের নিয়মিত অধিনায়ক (সীমিত ওভারের) মহেন্দ্র সিং ধোনির থাকা না থাকা নিয়েও জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। প্রোটিয়াদের বিপক্ষে দেশের মাটিতে ধোনির নেতৃত্বে ভারত ৩-২ এ সিরিজ খোয়ায়। তার আগেই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটিও হারে ২-০ ব্যবধানে।

এরপর তিন ম্যাচ টেস্ট সিরিজে বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া দাপটের সঙ্গে সিরিজ জেতে ২-০ ব্যবধানে। মাঝের ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড না হলে প্রথম ও শেষ ম্যাচের মতো প্রোটিয়াদের লজ্জার ব্যবধানটা বেড়েই যেত।

ভারতের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বিশ্ব ক্রিকেট বোদ্ধারাও ধোনির শেষ দেখে ফেলছেন। তাদের মতে, ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিৎ তিন ফরমেটে বিরাট কোহলিকে নেতৃত্ব ভার দেওয়া। এসব কিছুর উত্তর মিলবে ১৯ ডিসেম্বর টিম ইন্ডিয়ার আসন্ন সফরকে সামনে রেখে দল ঘোষণার মধ্যদিয়ে।

এ সিরিজের মধ্যদিয়ে টানা দ্বিতীয় বছরের মতো অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি, পার্থে। এরপর দ্বিতীয় ম্যাচটি ব্রিসবেনে ১৫ জানুয়ারি, তৃতীয় ম্যাচ হবে ১৭ জানুয়ারি মেলবোর্নে, চতুর্থটি ক্যানবেরার মানুকা ওভালে ২০ জানুয়ারি আর শেষ ওয়ানডে ম্যাচটি হবে ২৩ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।

এরপর ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে। ২৬ জানুয়ারি অ্যাডিলেডে প্রথম ম্যাচ খেলার পর দুই দল ২৯ জানুয়ারি মেলবোর্নে লড়বে। সফরকারী ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি খেলবে ৩১ জানুয়ারি, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ১৬ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।