ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাহামুদুল্লাহর নেতৃত্বে বিপিএলের সেরা একাদশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
মাহামুদুল্লাহর নেতৃত্বে বিপিএলের সেরা একাদশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের সেরা একাদশ বেছে নিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, শহীদ আফ্রিদি, আহমেদ শেহজাদ, ড্যারেন স্যামিদের টপকে সেরা একাদশে বাংলাদেশের রয়েছেন সর্বোচ্চ আট টাইগার ক্রিকেটার।



শ্রীলঙ্কা আর পাকিস্তানের থেকে জায়গা পেয়েছেন একজন করে ক্রিকেটার। এছাড়া পাকিস্তানের করাচিতে জন্ম নেওয়া ইংলিশ কাউন্টিতে খেলা আসহার জাইদিও সেরা একাদশে সুযোগ পেয়েছেন।

ক্রিকইনফোর ঘোষিত সেরা একাদশে নেই ওয়েস্ট ইন্ডিজ বা অন্যকোনো দেশের ক্রিকেটার। দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে বিপিএলের তৃতীয় আসরের রানার্সআপ দল বরিশাল বুলসের দলপতি মাহামুদুল্লাহ রিয়াদের কাঁধে।

এছাড়া টাইগার ক্রিকেটারদের মধ্যে এই দলে আছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, জহুরুল ইসলাম, ইমরুল কায়েস, আবু হায়দার রনি ও আল আমিন হোসেন।

লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরও আছেন এই দলে।

বিপিএলের (২০১৫) সেরা একাদশ:

তামিম ইকবাল (চট্টগ্রাম ভাইকিংস): ৯ ম্যাচে তিনটি ফিফটিতে ৩৭.২৫ গড়ে ২৯৮ রান

ইমরুল কায়েস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স): ১২ ম্যাচে দুই ফিফটিতে ২৮.৩৬ গড়ে ৩১২ রান

কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক) (ঢাকা ডায়নামাইটস): ১০ ম্যাচে দুই ফিফটিতে ৩৮.৭৭ গড়ে ৩৪৯ রান

জহিরুল ইসলাম (রংপুর রাইডার্স): ৯ ম্যাচে একটি অর্ধশতকে ৪১ গড়ে ২০৫ রান

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক) (বরিশাল বুলস): ১৩ ম্যাচে দুই ফিফটিতে ২৭.৯০ গড়ে ২৭৯ রান

আসহার জাইদি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স): ১১ ম্যাচে একটি অর্ধশতকে ৫৩.৭৫ গড়ে ২১৫ রান এবং ৪.৭৮ ইকোনমি রেটে ১৭ উইকেট

সাকিব আল হাসান (রংপুর রাইডার্স): ১১ ম্যাচে ১৭ গড়ে ১৩৬ রান এবং ৬.৩৯ ইকোনমি রেটে ১৮ উইকেট

মাশরাফি বিন মর্তুজা (কুমিল্লা ভিক্টোরিয়ান্স): ১২ ম্যাচে এক ফিফটি ২০.৪০ গড়ে ১০২ রান এবং ৬.১৬ ইকোনমিতে ৫ উইকেট

মোহাম্মদ আমির (চট্টগ্রাম ভাইকিংস): ৯ ম্যাচে ৫.৫৬ ইকোনমি রেটে ১৪ উইকেট

আবু হায়দার রনি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স): ১২ ম্যাচে ৬.৯১ ইকোনমি রেটে ২১ উইকেট

আল-আমিন হোসেন (বরিশাল বুলস): ১২ ম্যাচে ৬.৭৯ ইকোনমি রেটে ২০ উইকেট।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ১৬ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।