ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নান্নুর ব্যাটে শহীদ জুয়েল একাদশের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
নান্নুর ব্যাটে শহীদ জুয়েল একাদশের জয় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও শহীদ মুস্তাক আহমেদের প্রতি সম্মান জানাতে ১৯৭২ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে বিজয় দিবস প্রদর্শনী ক্রিকেট ম্যাচ। এবারও তার ব্যতিক্রম হয়নি।

প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে ‍তাদের স্মৃতিকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের বিকেলে (৫ টায়) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টি ম্যাচ। আকরাম-নান্নু-সুজন-দুর্জয়-শান্ত-অপি-বিদ্যুতদের মতো অনেক সাবেক তারকা ক্রিকেটাররা এদিন ব্যাট-বল হাতে নিয়েছেন শহীদদের স্মরণে। এ ম্যাচে জয় তুলে নিয়েছে শহীদ জুয়েল একাদশ।

খালেদ মাহমুদ সুজনের শহীদ মুশতাক একাদশকে ৭ উইকেটে হারিয়েছে আকরাম খানের নেতৃত্বে খেলা শহীদ জুয়েল একাদশ।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আকরাম খানের দল। আগে ব্যাটিংয়ে নেমে মুশতাক একাদশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৩১ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন আহসানুল হক সেজান। ৩১ রান করেন তিনি। জুয়েল একাদশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন সাইফুল্লাহ জেম।

১৩২ রানের টার্গেটে খেলতে নেমে দুই ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় জুয়েল একাদশ। ৩ উইকেট হারিয়ে ১৩২ রান করা আকরাম বাহিনীর হয়ে সর্বোচ্চ রান করেন মিনহাজুল আবেদিন নান্নু। তার ব্যাট থেকে আসে অপরাজিত ৬৭ রান।

শহীদ মুশতাক একাদশ: হাসানুজ্জামান ঝড়ু, শাহরিয়ার হোসেন বিদ্যুত, আজহার হোসেন সান্টু, ফারুক আহমেদ, নাইমুর রহমান দুর্জয়, রফিকুল ইসলাম খান, সানোয়ার হোসেন, হাসিবুল হোসেন শান্ত, আনোয়ার হোসেন মুনির, খালেদ মাহমুদ সুজন, নিয়ামুর রশীদ রাহুল, এনামুল হক মনি, এহসানুল এক সেজান, সাইফুল ইসলাম।

শহীদ জুয়েল একাদশ: জাহাঙ্গীর আলম, জাভেদ ওমর বেলিম, হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদিন ‍নান্নু, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, সাইফুল্লাহ জেম, আলমগীর কবির, শফিউদ্দিন আহমেদ বাবু, আতহার আলী খান, মাহমুদুল হাসান রানা (বিকাশ), মোহাম্মদ আলী, মোহাম্মদ রফিক, মেহরাব হোসেন অপি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১৬ ডিসেম্বর ২০১৫
এমআর/এসকে

** দিন-রাতের ম্যাচে ব্যাটে-বলে শহীদ স্মরণ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।