ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলি-টেন্ডুলকারের মাঝে মেসি, পরে ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
কোহলি-টেন্ডুলকারের মাঝে মেসি, পরে ধোনি

ঢাকা: সময়টা বেশ ভালোই যাচ্ছে টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির। নিজের দেশে ভক্ত-সমর্থকদের খোঁজাখুঁজির তালিকায় ক্রিকেটের বড় এ বিজ্ঞাপন শীর্ষে রয়েছেন।

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের প্রকাশিত তালিকা অনুযায়ী চলতি বছর ‘গুগল ইন্ডিয়া’তে সবচেয়ে বেশি মানুষ কোহলির নামই সবথেকে বেশি সার্চ করেছেন (শুধুমাত্র ক্রীড়াক্ষেত্রের তারকা)।

ক্রিকেট পাগল দেশে ক্রিকেটারদের বেশি খোঁজা হবে এটাই স্বাভাবিক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৪-১৫ মৌসুমে একের পর এক হারের লজ্জা মাথায় নিয়ে বিশ্বকাপে অংশ নেয় ভারত। সেখানে ফেভারিটের তকমা লাগিয়েও ফাইনালের আগেই বিদায় নেয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলা ভারত।

বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে এসে সিরিজ হারে টাইগারদের কাছে। সম্প্রতি ধোনির নেতৃত্বে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজও হারে টিম ইন্ডিয়া। তবে, বিরাট কোহলির নেতৃত্বে স্বাগতিকরা দাপটের সঙ্গে তিন ম্যাচ টেস্ট সিরিজ জিতে বছর শেষ করে।

‘গুগল ইন্ডিয়া’তে সবচেয়ে বেশি মানুষ কোহলির পরেই খোঁজ করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। এ তালকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার। চার নম্বরে রয়েছেন টিম ইন্ডিয়ার সীমিত ওভারের দলপতি মহেন্দ্র সিং ধোনি।

মেসির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এ তালিকায় রয়েছেন পাঁচ নম্বরে। রিয়াল তারকার পরে টেনিস তারকা রজার ফেদেরার ছয় নম্বরে রয়েছেন। শীর্ষ সাতে রয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। শীর্ষ আটে রয়েছে ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মার নাম। সম্প্রতি বিয়ে করা রোহিতের পর রয়েছেন ভারতীয় আরেক ব্যাটসম্যান যুবরাজ সিং আর দশ নম্বরে টেনিসের তারকা নোভাক জকোভিচ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ১৭ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।