ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কিউইদের বিপক্ষে থাকছেন না অসুস্থ লেহম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
কিউইদের বিপক্ষে থাকছেন না অসুস্থ লেহম্যান ছবি: সংগৃহীত

ঢাকা: অসুস্থতায় ভুগছেন অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের কোচ ড্যারেন লেহম্যান। ডিপ ভেইন থ্রোম্বোসিস নামক রোগে ভোগা এ অজি কোচ তাই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে থাকতে পারছেন না।



ভারতের বিপক্ষে ঘরের মাঠে সদ্য পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে অসুস্থ হয়ে পড়েন লেহম্যান। পরে তাকে দ্রুতই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফলে মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন না তিনি।

এদিকে কিউইদের বিপক্ষে চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে লেহম্যানের পরিবর্তে অন্য কোন কোচকে নিয়োগ দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। সহকারী কোচ মিখায়েল ডি ভেনুতোর অধীনের খেলবে অজিরা।

আগামী ১ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে পৌঁছানোর কথা রয়েছে অজি দলের। আর দুদিন পরেই তিন ম্যাচ ওয়ানডের প্রথমটি খেলবে তারা। ওয়ানডে সিরিজ শেষে দু’দলের দুই ম্যাচের টেস্ট সিরিজে ফিরতে পারেন লেহম্যান।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ২৬ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।