ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয় দিয়ে কোহলিদের টি-২০ সিরিজ শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
জয় দিয়ে কোহলিদের টি-২০ সিরিজ শুরু ছবি : সংগৃহীত

ঢাকা: ওয়ানডে সিরিজ হারের দুঃস্মৃতি ভুলে দাপুটে জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো ভারত। অস্ট্রেলিয়াকে ৩৭ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

বিরাট কোহলির ৯০ রানের (৫৫ বলে) ঝড়ো ইনিংসের সুবাদে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দেয় টিম ইন্ডিয়া। জবাবে তিন বল বাকি থাকতে ১৫১ রানেই গুটিয়ে যায় অজিরা।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) অ্যাডিলেড ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কোহলির অসাধারণ ইনিংসে তিন উইকেটে ১৮৮ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। এর আগে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজটি ৪-১ ব্যবধানে জিতে নেয় অজিরা। তবে শেষ ওয়ানডেতে পাওয়া সান্ত্বনার জয়টি টি-২০ সিরিজে ধরে রাখলেন ধোনি-কোহলিরা।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতে ৪৭ রান করেন ‍ফিঞ্চ (৪৪) ও ডেভিড ওয়ার্নার (১৭)। ওয়ান ডাউনে নামা স্টিভেন স্মিথের ব্যাট থেকে আসে ২১ রান। এছাড়া আর কেউই দলের হাল ধরতে পারেননি।

সদ্য শেষ হওয়া বিগ ব্যাশ লিগের সেরা খেলোয়াড় ক্রিস লিন মাত্র ১৭ রান করে আউট হন। আন্তর্জাতিক ক্রিকেট পা রাখা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ট্র্যাভিস হেড মাত্র দুই রান করে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৫১ রানে অলআউট হয়ে ৩৭ রানে হারের লজ্জায় ডোবে স্বাগতিকরা।

তিন উইকেট নিয়ে টি-২০ অভিষেকটা স্মরণীয় করে রাখেন ২২ বছর বয়সী ভারতীয় পেসার জেস্প্রিত বুমরাহ। দু’টি করে উইকেট লাভ করেন রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডে। বাকি উইকেটটি নেন আশিষ নেহরা।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে চার ওভারে ৪০ রান তোলেন রোহিত শর্মা (৩১) ও শিখর ধাওয়ান। রোহিতের বিদায়ের পর এক রান যোগ হতেই ব্যক্তিগত পাঁচ রানে সাজঘরে ফেরেন ধাওয়ান।

তবে, অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে ১৩৪ রান যোগ করে বড় সংগ্রহের ভিত গড়ে দেন বিরাট কোহলি ও সুরেশ রায়না (৪১)। ১০ রানের জন্য টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি মিস করেন অপরাজিত থাকা কোহলি। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তিন বলে এক ছক্কা, এক চারে ১১ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় তিন উইকেটে ১৮৮ রান।

অজিদের হয়ে দু’টি উইকেট তুলে নেন শেন ওয়াটসন। রায়নাকে ক্লিন বোল্ড করেন জেমস ফকনার। অন্যদিকে, দীর্ঘ পাঁচ বছর পর টি-২০ দলে ডাক পাওয়া শন টেইট চার ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন কোহলি।

মেলবোর্নে আগামী ২৯ জানুয়ারি দু’দলের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আরএম

** কোহলির ব্যাটে ভারতের সংগ্রহ ১৮৮

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।