ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

৪৬ ওভার শেষে বাংলাদেশ ২১৭/৬

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
৪৬ ওভার শেষে বাংলাদেশ ২১৭/৬ ছবি: উজ্জ্বল ধর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: ৪৬ ওভারে টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ২১৭ রান। বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার সাইফ হাসান, পিনাক ঘোষ, জয়রাজ শেখ, মেহেদি হাসান মিরাজ, জাকির হাসান ও সাইদ সরকার বিদায় নিয়েছেন।

অর্ধশতক হাঁকিয়ে অপরাজিত রয়েছেন নাজমুল হোসেন শান্ত (৬৯)।

পঞ্চম ব্যাটসম্যান হয়ে বিদায় নেন জাকির হাসান। ৪৫তম ওভারে মুলডারের বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৯ রান। অর্ধশতক হাঁকানো নাজমুল শান্তর সঙ্গে ৪৫ রানের দারুণ একটি জুটি গড়েন জাকির। পরের ওভারে ৪ রান করে বিদায় নেন সাইদ সরকার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক বাংলাদেশের দলপতি মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ২৯ ম্যাচ খেলা সাইফ হাসান ও ২২ ম্যাচ খেলা পিনাক ঘোষ।

প্রথম তিন ওভারে কোনো রান নিতে পারেননি স্বাগতিকদের দুই ওপেনার। ৫ ওভারে মাত্র তিন রান নিলেও এরপরই খোলস ছেড়ে বেরিয়ে আসেন দুই ওপেনার। ইনিংসের ষষ্ঠ ওভারে দুটি বাউন্ডারি হাঁকান পিনাক ঘোষ। ইনিংসের দশম ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার সাইফ হাসান। মুলডারের বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৬ রান। দলীয় ৩০ রানের মাথায় বাংলাদেশ তাদের প্রথম উইকেট হারায়।

আরেক প্রান্তে দারুণ ব্যাট করতে থাকেন পিনাক ঘোষ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তার ব্যাট থেকে অনবদ্য একটি সেঞ্চুরি এসেছিল। টাইগার এ যুবা ক্রিকেট ক্যারিয়ারে সর্বোচ্চ ১৫০ রানের ইনিংসও খেলেছেন।

দলীয় ৩০ রানের মাথায় বাংলাদেশ তাদের প্রথম উইকেট হারায়। ওপেনার সাইফ বিদায় নিলেও রানের চাকা ঘোরাতে থাকেন ৩৮ ম্যাচ খেলা জয়রাজ শেখ ও ইনফর্ম ব্যাটসম্যান পিনাক ঘোষ। দলীয় ৭৪ রানের মাথায় রান আউট হয়ে ফেরেন ৫১ বলে ৪৩ রান করা পিনাক। তার ইনিংসে ৪টি বাউন্ডারির সাথে ছিল দুটি ওভার বাউন্ডারি।

১০৩ রানের মাথায় বাংলাদেশ তৃতীয় উইকেট হারায়। ২৪তম ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন জয়রাজ শেখ। ৫০ বলে ৪৬ রান করার পথে তার ব্যাট থেকে ৬টি চারের পাশাপাশি একটি ছক্কাও আসে।

এরপর ৫১ ম্যাচ খেলা মেহেদি হাসান মিরাজ ও ৫৩ ম্যাচ খেলা নাজমুল হোসেন শান্ত রানের চাকা ঘোরাতে থাকেন। এ দুই টাইগার ব্যাটসম্যান স্কোরবোর্ডে ৬৮ বলে নিজেদের ৫০ রান যোগ করেন। তাদের জুটি ভাঙে ৫৯ রানে। ইনিংসের ৩৮তম ওভারে প্রোটিয়া দলপতি টনি জর্জির বলে লুডিকের তালুবন্দি হয়ে বিদায় নেন টাইগার দলপতি মেহেদি হাসান মিরাজ। আউট হওয়ার আগে টাইগার অধিনায়কের ব্যাট থেকে আসে ২৩ রান। তার ৩৮ বলের ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি।

প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১০২ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৯ রান করা নাজমুল হোসেন শান্ত এ ম্যাচের মধ্যদিয়ে ১৬০০ রান স্পর্শ করেন। বিশ্বমঞ্চে ব্যাটিংয়ে নেমে ৬৯ বলে অর্ধশতকের দেখা পান শান্ত।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগার যুবারা শুরু করে তাদের বিশ্বকাপ অভিযান। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও নামিবিয়া।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পিনাক ঘোষ, জয়রাজ শেখ, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, জাকির হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, সাঈদ সরকার, সঞ্জিত সাহা, আব্দুল হালিম, সালেহ আহমেদ শাওন।

দ. আফ্রিকা একাদশ: লিয়াম স্মিথ, কাইল ভেরায়নি, উইয়ান মুলডার, টনি ডি জর্জি, রিভালদো মনস্যামি, ডায়ান গালিয়েম, ফারহান সায়ানভালা, উইলিম লুডিক, লুক ফিল্যান্ডার, শেন উইটহেট, লুথো সিপামলা।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৬
এমআর

** চতুর্থ ব্যাটসম্যান হিসেবে মিরাজের বিদায়
** মিরাজ-শান্তর ব্যাটে এগুচ্ছে টাইগারদের ইনিংস
** ৩০ ওভারে বাংলাদেশ ১৩০/৩
** ১৫ ওভার, বাংলাদেশ ৫৭/১
** ১০ ওভার শেষে বাংলাদেশ ৩৭/১
** ধীরে শুরু স্বাগতিকদের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।