ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবসরের পর এবার এমসিএল মাতাবেন চন্দরপল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
অবসরের পর এবার এমসিএল মাতাবেন চন্দরপল শিবনারায়ন চন্দরপল / ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি আন্তর্জাতিক থেকে অবসরের ঘোষণা দেন শিবনারায়ন চন্দরপল। এবার মাস্টার্স চ্যাম্পিয়নস লিগ (এমসিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়ে গেছেন ৪১ বছর বয়সী এ অভিজ্ঞ ব্যাটসম্যান।



আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বসছে এমসিএল টি-২০ লিগের প্রথম আসর। ২৮ জানুয়ারি ‍শুরু হয়ে আগামী ১৩ ফেব্রুয়ারি টুর্নামেন্টের পর্দা নামবে। মোট ছয়টি টিম এবার অংশ নিচ্ছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল জেমিনি এরাবিয়ান্সের হয়ে চন্দরপলের খেলার কথা রয়েছে।

চন্দরপল ছাড়াও টিনো বেস্ট, ফিদেল এডওয়ার্ডস ও ক্রিসমার সান্তোকি বোর্ডের কাছে চিঠি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অবসর নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এমসিএল খেলতে এ তিনজনকেও ছাড়পত্র দিয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।

লিও লায়ন্সের হয়ে খেলবেন এডওয়ার্ডস। আর সাগিত্তারিয়াস স্ট্রাইকারস রোস্টারের জার্সিতে নামবেন টিনো বেস্ট ও সান্তোকি।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।