ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘আর একটু চেষ্টা করলে লক্ষ্য তাড়া করা যেত’

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
‘আর একটু চেষ্টা করলে লক্ষ্য তাড়া করা যেত’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: আরও একটু চেষ্টা করলে ২৪১ রানের লক্ষ্য তাড়া করা যেত বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টনি ডে জরজি।

বুধবার বিকেলে নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা বলেন তিনি।



ওপেনিং এ নেমে লিয়াম স্মিথ খেলেছেন ১০০ রানের দূর্দান্ত ইনিংস। মূলত এ ইনিংস যেন আক্ষেপটা বাড়িয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের। তিনি বলেন, উইকেট কঠিন ছিল। তবে দেখেশুনে খেলে স্মিথ সেঞ্চুরি করল। অন্য ব্যাটসম্যানরা আরও একটু ভালো করলে ২৪১ রানের লক্ষ্যটা তাড়া করা যেত।

তবে এ ম্যাচ নিয়ে আর না ভেবে ভবিষ্যতের ম্যাচেই যাবতীয় মনোযোগ দিতে চান টনি ডে। তিনি বলেন, পরের ম্যাচটা আরও ভালো খেলতে চাই। এ ম্যাচে হওয়া ভুল শুধরে পরের ম্যাচে মাঠে নামতে চাই।

বাংলাদেশ সময় : ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।