ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চার ম্যাচ বৃহস্পতিবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চার ম্যাচ বৃহস্পতিবার

ঢাকা: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের একাদশতম আসরের উদ্বোধণী দিনে (২৭ জানুয়ারি) অনু‍ষ্ঠিত হয়েছে দুটি ম্যাচ। বাংলাদেশ ও ইংল্যান্ডের জয় দিয়ে শেষ হয়েছে প্রথম দিনের খেলা।

আগামীকাল (২৮ জানুয়ারি) টুর্নামেন্টের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন ভেন্যুতে চার ম্যাচে মাঠে নামবে আট দল।  
 
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে লড়বে আফগানিস্তান। সিলেট জেলা স্টেডিয়ামে কানাডা মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রয়েছে নেপাল-নিউজিল্যান্ড ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।
 
মোট ১৬টি দল চার গ্রুপে লড়াই করছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। ৯টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে আইসিসির অ্যাসোসিয়েট ও অ্যাফিলিয়েট সদস্য দেশ সাতটি। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সুপার লিগে অংশ নেবে। আর পয়েন্ট টেবিলের তলানীর দুই দল অংশ নেবে প্লেট চ্যাম্পিয়নশিপে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৬
এসকে/এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।