ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অজি বর্ষসেরা অ্যালান বর্ডার মেডেল জিতলেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
অজি বর্ষসেরা অ্যালান বর্ডার মেডেল জিতলেন ওয়ার্নার ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার ১১তম ক্রিকেটার হিসেবে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সম্মানের পুরস্কার অ্যালান বর্ডার মেডেল জিতলেন ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। বুধবার (২৭ জানুয়ারি) মেলবোর্নে অজিদের বর্ষসেরা এই সম্মান গ্রহন করেন তিনি।



অ্যালান বর্ডার মেডেল জয়ের পাশাপাশি অধিনায়ক স্টিভেন স্মিথ ও পেসার মিচেল স্টার্ককে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব জেতেন ওয়ার্নার।

অজি দলের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ড্যাশিং ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। এদিকে এলিস পেরি হয়েছেন দেশটির বর্ষসেরা নারী ক্রিকেটার।

এছাড়া অনুষ্ঠানে অজিদের বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটার হয়েছেন অ্যাডাম ভোজেস। আর অ্যালেক্স রোস হয়েছে বর্ষসেরা তরুণ ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।