ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এমসিএলের প্রথম ম্যাচ খেলবেন না গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এমসিএলের প্রথম ম্যাচ খেলবেন না গাঙ্গুলি ছবি: সংগৃহীত

ঢাকা: অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট মাস্টার্স চ্যাম্পিয়নস লিগে (এমসিএল) লিবরা লিজেন্ডসের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি খেলতে পারবেন না প্রথম ম্যাচটি। কাঁধের চোটে ভোগা গাঙ্গুলিকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন ডাক্তার।



তবে বৃহস্পতিবার দলটির প্রথম ম্যাচে মাঠে থেকে খেলাটি উপভোগ করবেন সৌরভ গাঙ্গুলি এমনটি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

গাঙ্গুলির পরিবর্তে লিবরা লিজেন্ডসের প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন সাবেক দক্ষিণ আফ্রিকান সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস। দলটির সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছে দলের আরেক ক্রিকেটার অস্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাড হগ।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।