ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভালো সংগ্রহ নেপাল যুবাদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ভালো সংগ্রহ নেপাল যুবাদের ছবি: সংগৃহীত

ঢাকা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও নেপাল অনূর্ধ্ব-১৯ দল। আর আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে ২৩৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় নেপাল যুবারা।



ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে নেপাল। আর দলটিকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার সানদ্বিপ সুনার ও সুনিল ধামালা। ধামালা ১৫ রান করলেও সুনার ৩৯ রানের কার্যকরী এক ইনিংস খেলেন।

কিন্তু দলের হয়ে ব্যাটিংয়ে মূল ভূমিকা রাখেন অধিনায়ক রাজু রিজাল। ৪৮ রান করে তিনি দলকে ভালো স্কোরের ইঙ্গিত দেন। ৩৯ রান করেন আরিফ শেখ। আর শেষ দিকে কুশাল ভুরতেলের অপরাজিত ৩৫ রানের ঝড়ো ইনিংসের সুবাদে সম্মানজনক স্কোর গড়ে নেপাল তরুণরা।

কিউই যুবাদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পান নাথান স্মিথ। এছাড়া একটি করে উইকেট দখল করেন ক্রিস্টিয়ান লিওপার্ড, আনিকেত পারিখ, রাচিন রাবিন্দ্রা ও জস ফিনে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।