ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চলে গেলেন সাবেক পাক অলরাউন্ডার ইসরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
চলে গেলেন সাবেক পাক অলরাউন্ডার ইসরার ইসরার আলী

ঢাকা: মৃত্যু হলো পাকিস্তানের সবচেয়ে পুরোনো টেস্ট ক্রিকেটারদের মধ্যে একজন, ইসরার আলী। সোমবার (০১ ফেব্রুয়ারি) নিজ জেলা ওকারায় ৮৮ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৫২ থেকে ১৯৫৯ পর্যন্ত তিনি পাকিস্তান জাতীয় দলের হয়ে চারটি টেস্ট খেলেছিলেন।

ক্যারিয়ারে ৪০টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলা ইসরার ২২.৬৩ গড়ে ১১৪টি উইকেট ও ২০.৫৪ গড়ে ১১৩০ রান করেছিলেন।  

পাঞ্জাব প্রদেশের হয়ে ১৯৪৬ থেকে ৪৭ সাল পর্যন্ত খেলা ইসরার ভারতের বিপক্ষে টেস্টে ১৯৫২-৫৩ সালে ডাক পান। দুটি টেস্ট খেলা ইসরার ১৯৫৯-৬০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও দলে ডাক পান। সেবার অজি ওপেনার লেস ফিভেলকে দুই টেস্টে চার ইনিংসেই কোন ফিল্ডারদের সাহায্য ছাড়াই আউট করেন ইসরার।

ক্রিকেট থেকে অবসরের পর ইসরার মুলতার অঞ্চলে ক্রিকেটের প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছিলেন। পরে তিনি পাকিস্তান জাতীয় দলের নির্বাচক কমিটিতেও ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।