ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মহসিনের ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহ পাকিস্তান যুবাদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
মহসিনের ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহ পাকিস্তান যুবাদের ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলংকা। আগে ব্যাট করতে নেমে হাসান মহসিনের ৮৬ রানের ইনিংসে ভর করে শ্রীলংকাকে ২১৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তান যুবারা।

৪৮.৪ ওভারে ২১২ রানে অলআউট হয় পাকিস্তান অ-১৯ দল।  

পাকিস্তান ও শ্রীলংকা দুটি করে ম্যাচ জিতে আগেই সুপার লিগ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। ফলে নিজেদের শেষ ম্যাচটিতে (০৩ ফেব্রুয়ারি) যে দল জিতেবে তারাই হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন। এমন সমীকরণ মাথায় নিয়েই মাঠে নামে দু’দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান দলের হাল ধরেন চার নম্বরে ব্যাটিংয়ে নামা মহসিন। ৮৬ বলে ৮৬ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হন ৪৯তম ওভারে। ৮টি চার ও একটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি।

ওয়ানিদু হাসারাঙ্গা, দামিথ সিলভা ও থিলান নিমেস দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দো ও আশালঙ্কা।

এ ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ অ-১৯ দলের বিপক্ষে খেলবে। আর হেরে যাওয়া দলকে খেলতে হবে ইংল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।