ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চলে গেলেন সাবেক ক্রিকেটার রতন

সিনিয়নর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
চলে গেলেন সাবেক ক্রিকেটার রতন আবদুল হাদী রতন

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও সহকারী কোচ আবদুল হাদী রতন আর নেই (ইন্নালিল্লাহি… রজিউন)। বুধবার (৩ ফেব্রুয়ারি) ভোর চারটায় কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে বরিশালের কাউখালিতে তিনি ইন্তেকাল করেন।



মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। বুধবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকাল তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

স্বাধীনতা পরবর্তী সময় হতে বর্তমান সময় পর্যন্ত এদেশের ক্রিকেট উন্নয়নে ভূমিকা রেখেছেন প্রয়াত আবদুল হাদী রতন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার প্রতি মাগফেরাত কামনা করেছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ৩ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।