ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অভিষেকের অপেক্ষায় নিকোলাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
অভিষেকের অপেক্ষায় নিকোলাস ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। ইনজুরি টেইলরকে ছিটকে দেওয়ায় প্রথমবারের মতো সাদা পোশাকে খেলতে নামবেন বামহাতি হেনরি নিকোলাস।



তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে ওয়েলিংটনে ১২ ফেব্রুয়ারি প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। এ ম্যাচের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

কিউইদের ‌উইকেটরক্ষক ওয়াটলিং স্কোয়াডে থাকলেও পিঠের ইনজুরির কারণে তার মাঠে নামা নাও হতে পারে। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে লুক রঞ্চিকে। পায়ের ইনজুরিতে ওয়ানডে সিরিজে না থাকা পেসার টিম সাউদি টেস্ট দলের স্কোয়াডে রয়েছেন।

নিকোলাস এর আগে কিউইদের হয়ে ৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

২৪ বছর বয়সী এ তরুণ তারকার টেস্ট অভিষেক প্রসঙ্গে দলের কোচ মাইক হ্যাসন জানান, নিকোলাস দারুণ পারফর্ম করেই স্কোয়াডে এসেছে। আমাদের টপঅর্ডারের ব্যাটিংয়ে সে বেশ ভালো করবে বলেই আমাদের ধারণা। আমরা দলে একজন স্পেশালিস্ট স্পিনার রেখেছি। নিকোলাসও অফব্রেক বোলার হিসেবে দারুণ বল করে থাকে। যা আমাদের বোনাস হিসেবে কাজে লাগবে।

প্রথম টেস্টের কিউই দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি এন্ডারসন, ডগ ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলাস, মিচেল সান্তনার, টিম সাউদি, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন।

স্ট্যান্ডবাই: লুক রঞ্চি

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৬
এমআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।