ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৩৯ রানে গুটিয়ে গেল কানাডা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
১৩৯ রানে গুটিয়ে গেল কানাডা ছবি: সংগৃহীত

ঢাকা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্লেট পর্বের সেমিফাইনালে আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৩৯ রানে গুটিয়ে গেল কানাডা অনূর্ধ্ব-১৯ দল। আইরিশ যুবাদের দাপুটে বোলিংয়ের সামনে আরশলান খান ছাড়া অন্য কোনো ব্যাটসম্যানই এদিন দাঁড়াতে পারেনি।

আরশলানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৭ রান।

কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে কানাডা।

তবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। এক আরশলান খান অবিচল থাকলেও ব্যাটিংয়ে অন্যকোনো ব্যাটসম্যান তাকে সঙ্গ দিতে পারেনি।

তবে শেষ উইকেট জুটিতে শ্লোক প্যাটেলের ১৩ ও পুরুশহোত উইজায়ারাজ ২৬ করলে স্বল্প রানের স্কোর গড়ে কানাডার তরুণরা।

আইরিশ বোলারদের মধ্যো ররে আন্দ্রেস সর্বোচ্চ চারটি উইকেট লাভ করেন। এছাড়া দুটি করে উইকেট পান গ্যারি ম্যাকক্লিনটক ও ফিয়াচরা টাকার।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ০৭ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।