ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় শুরু রবি ফাস্ট বোলার হান্টের প্রাথমিক বাছাই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
ঢাকায় শুরু রবি ফাস্ট বোলার হান্টের প্রাথমিক বাছাই ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও জাতীয় ক্রিকেট দলের প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের যৌথ আয়োজন ‘রবি ফাস্ট বোলার হান্ট’ এর প্রাথমিক বাছাই শেষ হচ্ছে আজ। সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, খুলনা ও রাজশাহীর পর আজ ঢাকা পর্ব দিয়ে এটি শেষ হচ্ছে।



রোববার (০৭ ফেব্রুয়ারি) সকাল দশটায় ঢাকার দুটি ভেন্যু উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠ ও মিরপুরের সিটি ক্লাব মাঠে বাছাই প্রক্রিয়া শুরু হয়। সিটি ক্লাব মাঠে এর উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হানিফ ভূঁইয়া ও জাতীয় দলের পেসার আল আমিন হোসেন।

সিটি ক্লাব মাঠে ঘণ্টায় ১২৮ কি:মি: বেগে বল করে সবার নজর কাড়েন তাসনিম হাসান রুবেল। ঝিনাইদাহ’র মহেশপুর থেকে আসা ২৩ বছর বয়সী এই পেসার বাংলানিউজকে জানান তার অনুভূতি ও স্বপ্নের কথা, ‘জাতীয় দলে খেলার স্বপ্ন দেখি। আমার এলাকা থেকে আল আমিন ভাই জাতীয় দলে খেলছেন। তিনিই এখন আমার অনুপ্রেরণা। মূল ক্যাম্পে গেলে নিশ্চয়ই গতি আরও বাড়বে। প্রাথমিক বাছাইয়ে টিকতে পেরে খুব খুশি লাগছে। ’

ফাস্ট বোলার হান্টে ১২৫ কি:মি: কিংবা তার কাছাকাছি গতির বোলার মিলেছে বেশ কয়েকজন। তবে তাদের অনেকেরই রয়েছে ছোটখাট ইনজুরি। প্রাথমিক বাছাইয়ে যারা টিকছেন তাদের কোচদের তরফ থেকে দেওয়া হচ্ছে ফিট হয়ে ওঠার দিক-নির্দেশনা।

মূল ক্যাম্প শুরুর আগে যে কয়দিন সময় পাবেন সে সময়ে ফিট হয়ে ওঠার পরামর্শ দিচ্ছেন কোচরা। ছেলেদের পাশাপাশি বেশ কয়েকজন মেয়ে ক্রিকেটারও অংশ নিয়েছেন ফাস্ট বোলার হান্টে। ঘন্টায় ১৩৩ কি:মি: বেগে বল করে পুরো দেশের মধ্যে মধ্যে শীর্ষে আছেন ফরিদপুরের এবাদত হোসেন।

ফাস্ট বোলার হান্টের প্রাথমিক বাছাই শেষে চূড়ান্ত নির্বাচনের পর বাছাইকৃত ৬৪ জনকে হাই পারফরম্যান্স ক্যাম্পে অংশগ্রহণের জন্য ঢাকায় নিয়ে আসা হবে। এদের পর্যবেক্ষণ ও রেকর্ড সংগ্রহের জন্য জাতীয় ক্রিকেট একাডেমির কোচ নিযুক্ত থাকবেন।

যাচাই-বাছাই শেষে শীর্ষ ১২ (১০ জন পুরুষ ও ২ জন নারী) বোলারকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে। সেই ১২ জন যেন জাতীয় পর্যায়ে খেলতে পারেন সে জন্য তাদের হাই পারফরম্যান্স টিমের সঙ্গে প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।