ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের বিশ্বকাপ দলে নতুন মুখ ডসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ইংলিশদের বিশ্বকাপ দলে নতুন মুখ ডসন ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইয়ন মরগানকে অধিনায়ক করা এ দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন লিয়াম ডসন।

আগামী মার্চ থেকে ভারতে বসছে টি-২০ বিশ্বকাপের ষষ্ঠ আসর।

২৫ বছর বয়সী অলরাউন্ডার ডসন সম্প্রতি আমিরাতে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলার সময় নির্বাচকদের নজরে পড়েন। তবে আগামী সপ্তাহে ইংলিশ দলের হয়ে বিশ্বকাপের আগেই অভিষেক হতে পারে তার।

ইংল্যান্ডের বর্তমান দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরির কারণে নিজেকে তুলে নেওয়া ফাস্ট বোলার স্টিভেন ফিনেরও বিশ্বকাপ দলে জায়গা হয়েছে।

এদিকে ২০১০ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ইংলিশদের শিরোপা জয়ী সেই দলের একমাত্র ক্রিকেটার হিসেবে মরগানের এই দলে জায়গা হয়েছে। তবে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত দলে নেওয়া হয়নি স্টুয়ার্ট ব্রডকে। এছাড়া সম্প্রতি টি-২০ লিগগুলোতে দুর্দান্ত ফর্মে থাকা কেভিন পিটারসেনকেও দলে নেওয়া হয়নি।

সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে অসরের প্রথম ১০ দিন ইংলিশদের ব্যাটিং পরামর্শক হিসেবে থাকবেন। এছাড়া ট্রেভর বেইলিসের অধীনে কোচিং স্টাফদের মধ্যে আরও থাকছেন ২০১০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক পল কলিংউড।

টি-২০ বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দল:
ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, স্যাম বিলিংস, জস বাটলার, লিয়াম ডসন, স্টিভেন ফিন ,অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টোপলি, জেমস ভিন্স, ডেভিড উইলি।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।