ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে টাইগার যুবাদের ব্যাটিংয়ের সিদ্ধান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
টস জিতে টাইগার যুবাদের ব্যাটিংয়ের সিদ্ধান্ত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

মিরপুর থেকে: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছাতে স্বাগতিক বাংলাদেশ আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে (বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগারদের দলপতি মেহেদি হাসান মিরাজ।

বিশ্বকাপ শুরুর আগে এই ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে খুদে টাইগাররা। ফলে, কাগজে-কলমের পরিসংখ্যানে আর নিজেদের পারফর্মে ক্যারিবীয়দের থেকে এগিয়ে টাইগার যুবারা।

প্রথমবারের মতো আইসিসি’র মেগা কোনো ইভেন্টের ফাইনালে নাম লেখাতে চায় বাংলাদেশ। মুশফিক-সাকিবরা যা পারেননি তাই করে দেখাতে চান মিরাজ-শান্তরা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।

বাংলাদেশ জিতলে ইতিহাসই রচনা হবে মিরপুরে। তবে, তার আগেই ইতিহাস স্পর্শ করেছে মেহেদি হাসান মিরাজের দল। কারণ, এর আগে বাংলাদেশের যুবাদের কোনো দল বিশ্বমঞ্চের সেমিফাইনালে খেলেনি। ফাইনালে পৌঁছালে সেটি হবে বাংলাদেশের ক্রিকেটে বড় অর্জনগুলোর একটি।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।