ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিপিং গ্লাভসে শফিকুল হক হীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
কিপিং গ্লাভসে শফিকুল হক হীরা ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: মোড়ক উন্মোচন করা হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরাকে নিয়ে লেখা আত্মজীবনীমূলক বই ‘কিপিং গ্লাভস’র। বইটি লিখেছেন দৈনিক ইনকিলাব’র বিশেষ ক্রীড়া প্রতিনিধি শামীম চৌধুরী।


 
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজীব্য শফিকুল হক হীরা, বাংলাদেশ ক্রিকেটের প্রথম ওয়ানডে অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু ও বিসিবি’র পরিচালক ববি আহমেদ।
 
বইটিতে থাকছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট‍ দলের হয়ে খেলোয়াড় ও পরে দলটির ম্যানেজার ও নির্বাচক হিসেবে শফিকুল হক হীরার নানাবিধ ঘটনা প্রবাহ।
 
বইটি ১৭ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বই মেলার ২৯টি স্টলে পাওয়া যাবে।
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।