ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের কোচ হতে চান ভিভ রিচার্ডস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
পাকিস্তানের কোচ হতে চান ভিভ রিচার্ডস ভিভ রিচার্ডস / ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটরসের পরামর্শকের দায়িত্ব পালন করছেন ভিভ রিচার্ডস। এখান থেকেই কোচিংয়ের ধারণা প্রকাশ করেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে কোনো প্রস্তাব ফেলে তা প্রত্যাখ্যান করবেন না বলেও নিশ্চিত করেন তিনি।

তবে কী অদূর ভবিষ্যতে পাকিস্তান জাতীয় দলের কোচ হচ্ছেন ৬৩ বছর বয়সী ভিভ রিচার্ডস। যদিও তিনি মনে করেন, পাকিস্তান টিমের বর্তমান কোচ ওয়াকার ইউনুস বেশ দক্ষতার সঙ্গেই কাজ করে যাচ্ছেন।

এক সাক্ষাৎকারে রিচার্ডস বলেন, ‘পাকিস্তান টিমের সঙ্গে কোচ হিসেবে ভালোই করছে ওয়াকার। কিন্তু, পাকিন্তান ক্রিকেটের কোচিংয়ের জন্য কোনো সুযোগ এলে আমি অবশ্যই তা মূল্যায়ন করবো। আমার বিশ্বাস, এ পেশায় ক্রিকেটকে আমার অনেক কিছুই দেওয়ার আছে। ’

রিচার্ডসকে ভাবা হয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন। আন্তর্জাতিক দলগুলো পাকিস্তান সফরে যাচ্ছে না ভেবে হতাশা প্রকাশ করেন তিনি, ‘পাকিস্তান বিশ্ব ক্রিকেটের গুরুত্বপূর্ণ সদস্য। এটা দুঃখজনক যে, আন্তর্জাতিক টিমগুলো পাকিস্তানে খেলতে যাচ্ছে না। আমি আশা করি, এ ব্যাপারটিতে দ্রুতই উন্নতি আসবে। ’

কোয়েটা গ্ল্যাডিয়েটরসের মালিক নাদিম ওমর। পিএসএলে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দলটির বাজেট ছিল অন্য সবগুলো দলের চেয়ে সবচেয়ে কম। কিন্তু, পারফরম্যান্স বিচারে সবাইকেই অবাক করছে কোয়েটা। এখন পর্যন্ত সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয়লাভ করে তারা।

কোয়েটার মালিককেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন রিচার্ডস। নাদিম ওমর নিজেই এটি নিশ্চিত করেন, ‘হ্যাঁ, তিনি (ভিভ রিচার্ডস) আমাকে বলেছিলেন যে, তিনি পাকিস্তানে এসে ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি আমাদের ক্রিকেটারদের ওপর বড় ধরনের প্রভাব ফেলছেন। আমি মনে করি, তাকে দলের (কোয়েটা) পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়াটা ভালো সিদ্ধান্ত ছিল। ’

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।