ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোকা-কোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মুস্তাফিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
কোকা-কোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মুস্তাফিজ

ঢাকা: কোকা-কোলা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হলেন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এই প্রথম বাংলাদেশের কোন ক্রীড়া ব্যক্তিত্ব বা স্পোর্টস সেলিব্রেটি বাংলাদেশের কোকা-কোলার সঙ্গে যুক্ত হলেন।


 
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কোকা-কোলা বাংলাদেশ মুস্তফিজকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেয়ার ঘোষণা দেয়।
 
সংবাদ সম্মেলনে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শাদাব খান বলেন, ‘কোকা-কোলা পরিবারে মুস্তাফিজুর রহমানকে  স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। ক্রিকেট নিংসন্দেহে বাংলাদেশের সবাচাইতে জনপ্রিয় খেলা এবং খুব কম সময়ের মধ্যেই মুস্তাফিজ বাংলাদেশর প্রিয় ক্রিকেটারে পরিণত হয়েছেন। আমরা গর্ববোধ করছি যে তিনি কোকা- কোলা বাংলাদেশর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রতিনিধিত্ব করবেন এবং এর ধারাবাহিকতায় ‘কোকা-কোলা সবার জন্য’- এই বিশ্বাস আবারও সবার মধ্যে স্থান করাতে সহায়তা করবেন। ’
 
কোকা-কোলার বিশেষ দূত হিসেবে কোমল পানীয় এই পণ্যটির প্রচারণা মূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিবেন।    
 
গেল বছরের ২৪ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ‍অভিষেক হয়েছিল মুস্তাফিজুর রহমানের।
 
অভিষেকের পর এই পর্যন্ত টেস্ট, ওয়ানডে ও টি-২০ মিলে ১৮ ম্যাচ খেলে থলিতে পুরেছেন ৪০টি উইকেট। তাঁর এই ক্ষুরধার বোলিং নৈপুণ্যের জন্য গেল বছর আইসিসি‘র সেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছিলেন এই বাংলাদেশী বোলিং ওয়ান্ডার।
 
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।