ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

খাগড়াছড়ি ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন মানিকছড়ি ক্রীড়া সংস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
খাগড়াছড়ি ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন মানিকছড়ি ক্রীড়া সংস্থা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে মানিকছড়ি ক্রীড়া সংস্থা। রানার আপ হয়েছে খাগড়াছড়ি জুন পহর ক্লাব।



বুধবার(১৭ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলকে পুরস্কার তুলে দেন খাগড়াছড়ির জেলা প্রশাসনক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউসার হোসেন, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মো. শানে আলম জেলা ক্রীড়া সংস্থা সংস্থার সাধারণ সম্পাদক জুয়েন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে ফাইনাল খেলায় প্রথমে মানিকছড়ি ক্রীড়া সংস্থা ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২১৬ রান করে। জবাবে জুন পহর ক্লাব নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে  ১৬৮ রান করতে সক্ষম হয়।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মানিকছড়ি ক্রীড়া সংস্থার  ইমরান ও ম্যান অব দ্য সিরিজ হন খাগড়াছড়ির প্রবর্তক ক্লাবের জহিরুল ইসলাম শাকিল।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ২০ হাজার টাকা এবং রানার আপ দলকে ১৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ ক্রিকেট লিগে জেলার মোট ১৬টি ক্লাব অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।