ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়ান বর্ষীয়ান ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
ক্যারিবীয়ান বর্ষীয়ান ক্রিকেটারের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ ও ত্রিনিদান এন্ড টোবাগোর সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যান্ডি গান্টেয়াউমে আর নেই। সান্টা মারগারিটায় ৯৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।



অ্যান্ডি এতোদিন ক্যারিবীয়ানদের সবচেয়ে বর্ষীয়ান টেস্ট ক্রিকেটার হিসেবে বেঁচে ছিলেন। এছাড়া পুরো বিশ্বে দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার লিন্ডসে টাকেটের পরে দ্বিতীয় বয়সী ক্রিকেটার হিসেবে ছিলেন তিনি।

অ্যান্ডি উইন্ডিজদের হয়ে একটি মাত্র টেস্ট খেলেন। তবে ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্টেই তিনি বাজিমাত করেন। খেলেন ১১২ রানে দুর্দান্ত এক ইনিংস। তবে এরপর তিনি ‍আর কোন ম্যাচে সুযোগ পাননি।

এদিকে ‍অ্যান্ডি প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০টি ম্যাচ খেলেছিলেন। যেখানে ৩৪.৮১ গড়ে পাঁচটি টেস্টের পাশাপাশি ২৭৮৫ রান করেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।