ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বেলের নেতৃত্বে খেলবেন সাঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
বেলের নেতৃত্বে খেলবেন সাঙ্গা ছবি: সংগৃহীত

ঢাকা: আবুধাবির মাঠে আগামী মার্চে মেরিলেবন ক্রিকেট ক্লাব (এমসিসি) এবং ইয়র্কশায়ার খেলতে নামবে। বার্ষিক কাউন্টি ম্যাচে এমসিসিকে নেতৃত্ব দেবেন ইয়ান বেল।



এমসিসির আমন্ত্রণে সাড়া দিয়ে খেলবে ইয়র্কশায়ার। তবে, ক্লাবটি এখনও তাদের দল ঘোষণা করেনি। এদিকে, ইয়ান বেলকে অধিনায়ক করে এমসিসি ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।

ইয়ান বেলের নেতৃত্বে আবুধাবিতে মাঠে নামবেন লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। তবে, চারদিনের ম্যাচটিতে সাঙ্গা খেলবেন না। তাকে শুধুমাত্র টি-টোয়েন্টির স্কোয়াডে রাখা হয়েছে। এদিকে, মিডলসেক্সের জেমস হ্যারিসকে রাখা হয়েছে শুধুমাত্র চারদিনের ম্যাচের জন্য।

এমসিসি ও ইয়র্কশায়ারের মধ্যে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। আর ২০ মার্চ চারদিনের ম্যাচটিতে মোকাবেলা করবে ইংলিশ কাউন্টির বিখ্যাত দল দুটি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।