ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপে তিন বাংলাদেশি আম্পায়ার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এশিয়া কাপে তিন বাংলাদেশি আম্পায়ার ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ২৪ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। পাঁচ দলের এ আসরে ফাইনালসহ ম্যাচ সংখ্যা ১১টি।

ম্যাচগুলো পরিচালনার দায়িত্বে থাকবেন ৬ জন আম্পায়ার-যার তিনজনই বাংলাদেশি।
 
দেশিদের মাঝে রয়েছেন এনামুল হক মনি, শরফুদ্দৌলাহ ইবনে শহিদ সৈকত ও আনিসুর রহমান। তিনজনই সদ্যসমাপ্ত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন।

এশিয়া কাপে দায়িত্ব পাওয়া বাকি তিন আম্পায়ার হলেন ভারতের অনিল চৌধুরী, শ্রীলঙ্কার রুচিরা পাল্লিইয়াগুরুগী ও পাকিস্তানের সোজাব রাজা।

ম্যাচ রেফারির ‍দায়িত্বে থাকবেন নিউজিল্যান্ডের জেফরি ক্রো ও  ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন।

এশিয়া কাপের মূলপর্বে জায়গা পেতে বাছাইপর্বে আফগানিস্তান, হংকং, ওমান ও আরব আমিরাতকে লড়াই করতে হচ্ছে। ফতুল্লায় বাছাইপর্বের ম্যাচগুলোও পরিচালনা করছেন বাংলাদেশি এ তিন আম্পায়ার।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।