ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে অনুশীলন শুরু মাশরাফিদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
মিরপুরে অনুশীলন শুরু মাশরাফিদের ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সামনেই ঘরের মাঠে এশিয়া কাপ, মাশরাফিদের দৃষ্টি রাখতে হচ্ছে মার্চে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও। হাতে সময়টা খুবই কম।

একই সঙ্গে পর পর  দুটি বড় আসরের প্রস্তুতি। সেটি অবশ্য বাংলাদেশ শুরু করেছে এক মাস আগেই।

খুলনা ও চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প শেষ করে এবার ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হলো মাশরাফিদের অনুশীলন।
 
ক্যাম্পে যোগ দিয়েছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলে আসা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। মিরপুরে এসেই নেটে ব্যাটিং অনুশীলনে মনযোগী হন এ দুই ক্রিকেটার।

এক মাসেরও বেশি সময় পর মিরপুরে ফিরলো জাতীয় দল। জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে খুলনা যায় মাশরাফিরা। সিরিজ শেষে খুলনাতেই চলে এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি। এরপর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে চট্টগ্রামে অনুশীলন করে বাংলাদেশ।

চট্টগ্রাম পর্ব শেষে তিন দিন বিশ্রাম নিয়ে মিরপুরের সবুজ চত্ত্বরে ফিরলো টাইগাররা। স্কোয়াডের সকল ক্রিকেটারই যোগ দিয়েছেন ‍অনুশীলনে। আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এশিয়া কাপের মূলপর্ব।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।