ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটে ৪০ দিনে ১০ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
ক্রিকেটে ৪০ দিনে ১০ কোটি টাকা

ঢাকা: ‘এখনকার বাবা-মা তাদের সন্তানদের বলেন, যদি লেখাপড়া করতে না চাও, অন্তত ক্রিকেট খেলো আর শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়দের মতো ক্রিকেটার হওয়ার চেষ্টাতো করতে পারো’-কথা গুলো জানালেন ১৯৮৩’র বিশ্বকাপ জয়ী ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব।

সপ্তম গ্লোবাল স্পোর্টস সামিটে ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল বলেন, বর্তমানে একজন ক্রিকেটার মাত্র ৪০ দিনেই ১০ কোটি টাকা উপার্জন করতে পারে (আইপিএলের দিকে ইঙ্গিত করে)।

এটা বেশ দারুণ একটি বিষয়। ক্রিকেট এখন ক্যারিয়ার গড়ে তোলার মতো দারুণ একটি বিষয়।

তিনি আরও যোগ করেন, সময় পরিবর্তন হচ্ছে। সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে অনেক বিষয়। ক্রিকেটের ধ্যান-ধারণাও পাল্টে যাচ্ছে। ক্রিকেট হয়ে উঠছে ক্যারিয়ার-কেন্দ্রিক।

ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) দিল্লির আয়োজিত সম্মেলনে তিনি সরকারের কাছে খেলার সরঞ্জামের দাম কমানোর আবেদন করেন। পাশাপাশি ভারতে যেন ভালো মানের ক্রিকেটার তৈরি হতে পারে সেজন্য উপযুক্ত মাঠের ব্যবস্থা করতে বলেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।