ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিদের বেতন বাড়লো ২৫ শতাংশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
মাশরাফিদের বেতন বাড়লো ২৫ শতাংশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়াতে বোর্ডের কাছে বেশ কয়েকদিন আগেই সুপারিশ করেছিল বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটি। বোর্ড সভায় আজ সেই সুপারিশের অনুমোদন দেয়া হয়েছে।

২৫ শতাংশ হারে বাড়ানো হয়েছে ক্রিকেটারদের বেতন।
 
গত বছরও ক্রিকেটারদের বেতন বাড়িয়েছিল বিসিবি। ‘এ+’ ক্যাটাগরির ক্রিকেটাররা মাসিক বেতন পাচ্ছেন ২ লাখ টাকা। বাকি চার ক্যাটাগরির মধ্যে ‘এ’-ক্যাটাগরিতে ১ লাখ ৭০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরিতে ১ লাখ ২০ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ৯০ হাজার ও ‘ডি’ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা।

এছাড়া দলের দায়িত্ব-ভাতা হিসেবে অধিনায়ক পান বাড়তি ২০ হাজার টাকা এবং সহ-অধিনায়ক পান ১০ হাজার টাকা করে। এবার তাদের আয়ের সঙ্গে যোগ হচ্ছে আরও ২৫ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।