ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির প্রশংসায় পঞ্চমুখ ওয়াংখেড়ে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
কোহলির প্রশংসায় পঞ্চমুখ ওয়াংখেড়ে ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ওয়াংখেড়ে থেকে: এক বা দুই রান নিলেও বিরাট! বিরাট! আর বাউন্ডারি মারলে কথাই নেই। যেন ভারতের পতাকা হাতে এই ভারতীয় ব্যাটসম্যানের নাম উচ্চারণ করতে করতে ওয়াংখেড়ে কাঁপিয়ে তুলেছিলেন স্বাগতিক দর্শকরা।

বিরাটকে নিয়ে তাদের এমন মাতামাতি নিশ্চয়ই অহেতুক নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ভারতের সব চেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানের নাম বিরাট কোহলি। বিশ্বকাপের এবারের আসরের শেষ চার ম্যাচে থলিতে পুরেছেন ১৮৪ রান। সেই ধারাবাহিকতা বজায় রেখে সেমিফাইনালেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ১৬তম অর্ধশতক তুলে নিয়ে কাঁপিয়ে তোলেন পুরো ওয়াংখেড়ে স্টেডিয়ামের আট-আটটি গ্যালারির ৩৪ হাজার সমর্থকদের।

বৃহস্পতিবার (৩১ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে স্বাগতিক ভারত। আর ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার রোহিত শর্মা ও আজিঙ্কা রাহানে ব্যাটে বেশ ভালই জবাব দিচ্ছিলেন ক্যারিবীয় বোলারদের। কিন্তু দলীয় ৬২ ও ব্যক্তিগত ৪৩ রানে স্যামুয়েল বদ্রির বলে রোহিত ফিরে গেলে দ্বিতীয় উইকেটে রাহানেকে নিয়ে বেশ আটঘাট বেধেই উইকেটে থিতু হন বিরাট।

শুরু থেকে কিছুটা রক্ষণাত্মক খেললেও নবম ওভার থেকে জ্বলে উঠে তার ব্যাট। নবম ওভারে ডোয়াইন ব্রাভোর ওভারে  ৯ রান নিয়ে ব্যাটে ধার দেখানো শুরু করেন এই ভারতীয় টপঅর্ডার। এভাবে ওভার প্রতি ৮-৯ করতে করতে ১৭তম ওভারের দ্বিতীয় বলে ব্র্যাথওয়েটের দ্বিতীয় ডেলিভারিতে দুই রান নিয়ে পূর্ণ করেন ১৬তম অর্ধশতক।

শুধু অর্ধশতক করেই বসে থাকেননি এই ভারতীয় ব্যাটসম্যান। খেলেছেন পুরো ২০ ওভার। আর ২০ ওভার শেষে ৪৭ বলে ১১ চার ও ১ ছয়ে খেলেন অপরাজিত ৮৯ রানের ব্যক্তিগত ইনিংস আর দলকে এনে দেন ১৯২ রানের বিশাল সংগ্রহ।

কোহলির এমন পারফরমেন্সের পর ২ নম্বর ওয়াংখেড়ের ২ নং গ্যালারির নিচে বেশ কয়েকজন ভারতীয় সমর্থককে জিজ্ঞেস করা হলো যে কোহলির ব্যাটিংয়ে আজ তারা কতটা তুষ্ট? উত্তরে তারা জানান, ‘পুরো ভারত দলে এখন একজনই ব্যাটসম্যান আছেন তিনি বিরাট কোহলি। তার ব্যাটিংয়ের কোনো তুলনা হয়না। তার ব্যাটে চড়েই ভারত আজ এখানে এসেছে। ’

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ৩১ মার্চ ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।