ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

উন্মোচিত হলো টি-২০ বিশ্বকাপ ট্রফি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
উন্মোচিত হলো টি-২০ বিশ্বকাপ ট্রফি ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইডেন গার্ডেন্স থেকে: দেখতে দেখতে শেষ হয়ে আসছে এবারের টি-২০ বিশ্বকাপ আসর। বাছাই পর্ব, সুপার টেন তো আগেই, এরইমধ্যে শেষ হয়ে গেছে সেমিফাইনালও।

এবার অপেক্ষা ফাইনালের।

আর সেই ফাইনাল বা শিরোপা নির্ধারণী ম্যাচ ৩ এপ্রিল, রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময় বিকেল ৩টায় টি-২০ তে মেয়েদের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ।

একই মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ইংল্যান্ডকে মোকাবেলা করবে গেইল-সিমন্সের ওয়েস্ট ইন্ডিজ।

তাই ফাইনালের আগের দিন শনিবার (০২ এপ্রিল) দুপুরে কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপ ট্রফির উন্মোচন করা হয়েছে।

ছেলেদের ফাইনালের ট্রফি উন্মোচন করেন ইংলিশ অধিনায়ক ইউয়েন মরগ্যান ও ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি।

আর মেয়েদের ফাইনালের জন্য শিরোপা উন্মোচিত হয় ক্যারিবীয় অধিনায়ক স্টেফেনি টেইলর ও অজি অধিনায়ক ম্যাগ লেনিংয়ের হাত দিয়ে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এইচএল/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।