ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

নারীদের আইপিএল চান অজি দলনেতা ল্যানিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
নারীদের আইপিএল চান অজি দলনেতা ল্যানিং ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুরুষদের দাপটে প্রায়ই ছায়ার মধ্যে থাকতে হয় নারী ক্রিকেটকে। তবে দিন দিন বিশ্ব ক্রিকেটে নারীদের অবস্থানও উন্নতির দিকে যাচ্ছে।

যেমন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে রোমাঞ্চকর কয়েকটি ম্যাচ উপভোগ করেছে সমর্থকরা। আর নারী ক্রিকেটকে আরও ওপরের দিকে নিতে এই ফরম্যাটে আইপিএল করার ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক মেগ ল্যানিং।

 

সেই সঙ্গে ল্যানিংয়ের মতামতকে ইতিবাচক দেখে একই সুরে কথা বলছেন ইংল্যান্ড ও ভারতীয় নারী দলের অধিনায়ক শার্লট এডওয়ার্ডস ও মিথালি রাজ।

অগামী রোববার (০৩ এপ্রিল) কলকাতায় নারী টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। রেকর্ড চতুর্থবার শিরোপার সামনে দাঁড়িয়ে ল্যানিং বলেন, ‘এটা এখন একটা রোমাঞ্চকর ব্যাপার। সমর্থকরা এখন নারীদের খেলা দেখতে চায়। গত কয়েকটি বছর ধরে এটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ’

তিনি আরও বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ায় নারীদের বিগ ব্যাশ টুর্নামেন্ট সফল হতে দেখেছি। ইংল্যান্ডেও নারীদের প্রচুর খেলা হচ্ছে। আর ভবিষ্যতে যদি আইপিএলেও নারীদের অংশগ্রহন থাকে, তবে খেলাটি আরও এগিয়ে যাবে। আর ক্রিকেটাররাও আরও উৎসাহ পাবে। ’

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।