ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোববারকে জয়ের দিন দেখতে চান স্যামি

মহিবুর রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
রোববারকে জয়ের দিন দেখতে চান স্যামি ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইডেন গার্ডেন্স থেকে: ক্যারিবীয় দেশ ওয়েস্ট ইন্ডিজের ছুটির দিন রোববার, বিশ্রামের দিন ভারত কিংবা ইংল্যান্ডেও। এদিনই কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের টি-২০ বিশ্বকাপের ফাইনাল আসর।



আর এদিনই ইংল্যান্ডর বিপক্ষে জয় নিয়ে ‘রোববার’কে জয়ী হিসেবে স্মরণীয় করে রাখতে চান ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি।

শনিবার (০২ এপ্রিল) ইডেন গার্ডেন্সের সম্মেলন কক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এভাবেই বলছিলেন তিনি।

ড্যারেন স্যামি বলেন, ‘আমি জানি ইংল্যান্ডের বিপক্ষে আমরা যদি নিজেদের খেলাটি খেলে আসতে পারি তাহলে দিন শেষে উদযাপনটি আমরাই করবো। কিন্তু গুরুত্বপূর্ণ হলো এদিন সেরা খেলাটি মাঠে খেলা। আর সেই কাজটি করেই আমরা রোববারকে বিজয়ী করে রাখতে চাই। ’

শিরোপা জিততে চাইলেও প্রতিপক্ষকে সমীহ করেই কথা বললেন ক্যারিবীয় অলরাউন্ডার স্যামি।

‘একথা অনস্বীকার্য যে ইংল্যান্ড দলে বেশ কয়েকজন প্লেয়ার আছেন, যারা ম্যাচ জেতানোর সামর্থ রাখেন। তাই আমরা ওদের বেশ ভালো ভাবেই বিশ্লেষণ করেছি। ওদের শক্তির জায়গা বুঝতে চেস্টা করছি, সঙ্গে তাদের  দুর্বল দিকগুলোও। ’

প্রতিপক্ষকে সমীহ করে কথা বললেও শিরোপা নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী তিনি। বললেন, ‘ফাইনালে হারাতে হলে ইংল্যান্ডকে অবশ্যই আমাদের গেইল, স্যামুয়েলস, সিমন্স ও আন্দ্রে রাসেলকে আটকাতে হবে। কেননা ওরা একবার সীমানার বাইরে বল পাঠানো শুরু করলে সেটা ইংলিশ দলের বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ’

‘ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ওদের বিধ্বংষী ব্যাটিংই আমাদের দলকে দিন শেষে জয় এনে দিয়েছে। এই ম্যাচেও আশা করছি ওদের এমন পারফরমেন্স অব্যাহত থাকবে। ’
সংবাদ সম্মেলনের পুরোটা জুড়েই উ‍ৎফুল্ল ছিলেন স্যামি।

ফাইনালে জয়ের ব্যাপারে মুখে পরিচিত হাসি রেখেই আত্মবিশ্বাসী অধিনায়ক বললেন, ‘আমার দলের এক সিনিয়র প্লেয়ার ডুয়াইন ব্র্যাভো; যিনি বলেছেন এই মুহূর্তে আমাদের শুধু আমরা ছাড়া কেউই হারাতে পারবে না। তিনি হয়তো ঠিকই বলেছেন, কেননা এই মুহূর্তে আমাদের দলীয় আত্মবিশ্বাস এমনই।

‘আমরা এই আত্মবিশ্বাস নিয়ে যদি মাঠে খেলতে পারি তাহলে ইংল্যান্ড কেন, কেউই আমাদের শিরোপা জয় থামাতে পারবে না,’ বলেন তিনি।     
   
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এইচএল/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।