ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

পদত্যাগ করছেন না পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
পদত্যাগ করছেন না পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের পরও শাহরিয়ার খান পদত্যাগ করছেন না। এমনটিই জানিয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই চেয়ারম্যান।

 

কোচ ওয়াকার ইউনিস ও ম্যানেজার ইন্তিখাব আলমের রিপোর্ট ফাঁস হওয়া আর শাহিদ আফ্রিদিদের খারাপ পারফরম্যান্সে হতাশ শাহরিয়র সরে যেতে পারেন বলে জল্পনা উঠেছিল।

কিন্তু এ দিন করাচিতে সাংবাদিকদের জানান শাহরিয়ার বলেন, ‘আমি পদত্যাগ করবো এই গুঞ্জনের কোনও সত্যতা নেই। ’ পাশাপাশি তিনি জানিয়েছেন আফ্রিদিদের বিপর্যয়ের কারণ খুঁজতে গঠিত বোর্ডের ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’র রিপোর্ট তিনি পেয়েছেন। রিপোর্ট দেখার পরই এই নিয়ে মন্তব্য করবেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।