ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

কোচের দৌড়ে এগিয়ে রাহুল দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
কোচের দৌড়ে এগিয়ে রাহুল দ্রাবিড় ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই মেয়াদ শেষ হবে ভারতের টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দলের প্রধান কোচ নিয়োগ দেওয়ার কথা চিন্তা করছে।

আর তাতে এগিয়ে দেশটির গ্রেট ক্রিকেটার রাহুল দ্রাবিড়।

 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শাস্ত্রীর সঙ্গে দলের মেয়াদ ছিল। সেই মেয়াদ না বাড়ানোর সম্ভাবনাই বেশি।

সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষণের সমন্বয়ে গঠিত বিসিসিআইয়ের উপদেষ্টা পরিষদ এরকমের সুপারিশ করেছে বিসিসিআইয়ের কাছে। উপদেষ্টা পরিষদের বর্তমান সদস্যরা দ্রাবিড়ের সঙ্গে এ নিয়ে আলোচনাও সেরে রেখেছে। বর্তমানে ভারতের ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দ্রাবিড়।

আগামী মঙ্গলবার প্রধান কোচের ইস্যু নিয়ে উপদেষ্টা পরিষদ আলোচনায় বসবে। সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলে জানায় ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর হিসেবে কাজ করা ভারতের সাবেক ব্যাটসম্যান দ্রাবিড় এখনও তার সিদ্ধান্ত না জানালেও উপদেষ্টা পরিষদ মনে করেন, এ ব্যাপারে ‘না’ করবেন না তিনি। ২০১৬ সালের জুন থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত ভারত ১৮টি টেস্ট ম্যাচ খেলবে। উপদেষ্টা পরিষদ মনে করেন, দ্রাবিড়কে দিয়েই এই মিশন শুরু করবে বিসিসিআই।

ভারতের জার্সি গায়ে দ্রাবিড় ৩৪৪ ম্যাচ খেলেছেন। সাদা পোশাকে তিনি খেলেন ১৬৪ টি ম্যাচ। দুই ফরমেটে তার রয়েছেন ২৪ হাজারের বেশি রান।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ০৩ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।