ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ইতিহাস রচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম কোনো দল হিসেবে এ ফরমেটে দ্বিতীয় শিরোপা ঘরে তুলে ক্যারিবীয়রা।
ইডেন গার্ডেনসের ফাইনালে বেন স্টোকসের করা শেষ ওভারের প্রথম চার বলে চারটি ছক্কা মেরে জয়ের নায়ক হন কার্লোস ব্র্যাথওয়েট। আর ক্যারিবীয়ানদের এমন দুর্দান্ত জয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা স্প্রিন্টার উসাইন বোল্ট।
অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার দৌড়ে রেকর্ড গড়া বোল্ট নিজেও একজন ক্যারিবীয়ান। জ্যামাইকান এ তারকারও এক সময় ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল। নিজ দেশের এমন জয়ে বসে থাকেননি বোল্ট। নিজের ঘরে ডোয়েন ব্রাভোর গাওয়া ‘চ্যাম্পিয়ন’ গানের তালে তিনিও নেচেছেন।
পরে এক টুইট বার্তায় বোল্ট জানান, ‘শেষ ওভারটির জন্য আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। শুভেচ্ছা দলকে, ক্যারিবীয়ানদের দ্বারাই এমনটি সম্ভব। ’
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১৬
এমএমএস