ঢাকা: পাকিস্তানের কোচের পদ থেকে পদত্যাগ করলেন ওয়াকার ইউনুস। সাবেক ফাস্ট বোলারের সঙ্গে বোর্ডের আরও তিনমাস চুক্তি থাকতেই সরে গেলেন তিনি।
বাংলাদেশের মাটিতে এশিয়া কাপ ও ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের পর দলে এমন রদ-বদল হলো। এই দুটি টুর্নামেন্টে পাকিস্তান আটটি খেলার মধ্যে মাত্র তিনটিতে জিতেছে এবং প্রথম রাউন্ড থেকেই দুবার বিদায় নিয়েছে।
এর আগে বিশ্বকাপ ব্যর্থতা শেষে ওয়াকার গোমর ফাঁস করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বিশ্বকাপে পিসিবি তাকে দল নির্বাচনের প্রক্রিয়ায় সুযোগ দেয়নি। সেই সঙ্গে অধিনায়ক আফ্রিদি মনোযোগি ছিলেন না।
এদিকে ওয়াসিম আকরাম ও রমিজ রাজাকে নিয়ে পিসিবি একটি প্যানেল গঠন করেছে। যারা বোর্ডকে নতুন কোচ খোঁজার ব্যাপারে সাহায্য করবেন।
ওয়াকার দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের কোচ হয়েছিলেন। ২০১৪ সালের মে মাসে দুই বছরের চুক্তিতে দায়িত্ব নেন তিনি। তবে ব্যর্থতার কারণে তিন মাস আগেই সরে যেতে হলো তাকে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ০৫ এপ্রিল, ২০১৬
এমএমএস